আজ সোমবার, ২৮শে পৌষ ১৪৩২, ১২ই জানুয়ারী ২০২৬

গোবরাতলা ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে  ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি সদর মডেল থানার ইন্সপেক্টর শামীম হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ তাসেম আলীসহ অন্যান্য ওয়ার্ডের মেম্বার গণ অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল কান্তি পাল। 

সমাবেশে প্রধান অতিথি সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন  জানান একটি সমাজকে ধ্বংসের জন্য মাদকই যথেষ্ট তাই আমাদের সমাজ থেকে মাদক পরিহার করে এবং মাদক সেবন এবং বিক্রয় রোধে ইউনিয়নের প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে। মাদক বিক্রি ও সেবন সম্পর্কে জানতে পারলে আমাদেরকে জানাতে হবে। আসুন নিজে সচেতন হই অন্যকে মাদকের ব্যবহার, বিক্রয় ও সেবন থেকে দূরে রাখি।  তাহলেই সমাজ থেকে মাদক নির্মূল হবে

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ