ভারতে আন্তর্জাতিক ওয়ার্কসপ উদ্বোধন করলেন ইবিএইউবি উপাচার্য
- ৩১শে আগস্ট ২০২০ রাত ০১:১৪:২৯
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
ওয়ার্ল্ড ডক্টরস ডে” উপলক্ষ্যে ভারতের গবেষণা ও উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান ইন্ডিয়ান একাডেমিক রিসার্চারস এসোসিয়েশনের (আইএআরএ) আয়োজনে সেদেশে আন্তর্জাতিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোসাল সায়েন্স রিসার্চ মেথোডোলজি : কনসেপটস থিওরিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রতিপাদ্যের উপর ৭ দিনব্যাপী শুরু হওয়া এই ওয়ার্কশপে আইএআরএ-এর সঙ্গে সহযোগিতায় আছে ভারতের পশ্চিমবঙ্গ কনটাই প্রভাত কুমার কলেজ।
রবিবার (৩০ আগস্ট) অনলা্ইনে আন্তর্জাতিক এই ওয়ার্কশপ উদ্বোধন করেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। উপাচার্য তার বক্তব্যে গবেষক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ সকল পেশার ক্ষেত্রে গবেষণার প্রয়োজনীয়তা উল্লেখ করে এই ওয়ার্কশপ গবেষণার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বর্তমান কোভিড-১৯ সমস্যা সমাধানে গবেষণার কোনো বিকল্প নেই উল্লেখ করে এই ওয়ার্কশপ আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারে আরও বক্তব্য প্রদান করেন ড. সন্দীপ পোদ্দার, সিনিয়র গবেষণা পরিচালক এবং নির্বাহী সম্পাদক (প্রকাশনা), লিংকন বিশ্ববিদ্যালয় কলেজ, মালয়েশিয়া; ড. সি. পরমাসিভান, সহকারী অধ্যাপক এবং রিসার্চ কোঅর্ডিনেটর, পেরিয়ার ই.ভি.আর. কলেজ, ত্রিচয়, তামিলনাড়ু, ভারত এবং অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, প্রফেসর রঘুনাথ দত্ত, উপাচার্য , সিকম স্কিলস ইউনিভার্সিটি সহ আরও অনেকে। অনুষ্ঠানে চিফ পেট্রন ছিলেন ড. অমিত কুমার দে, প্রিন্সিপাল, প্রভাত কুমার কলেজ, কনটাই, পশ্চিমবঙ্গ, ভারত এবং প্রধান অতিথি ছিলেন প্রফেসর সিদ্ধার্থ এস. সাহা, ডিন, বাণিজ্য, সমাজকল্যাণ এবং ব্যবসায় ব্যবস্থাপনা অনুষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন আইএআরএ-এর জেনারেল সেক্রেটারি ড. প্রণাম ধর
								
								
								
								
							
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য