আশুরা উপলক্ষে পিটিআই বস্তিতে খিচুড়ি বিতরণ করলেন সামিউল হক লিটন
- ৩১শে আগস্ট ২০২০ রাত ১২:১২:৫৫
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
পবিত্র আশুরা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পিটিআই বস্তিতে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে ।
শনিবার দুপুরে জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটনের আয়োজনে পিটিআই বস্তি সহ আশেপাশের এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুল হক জুসুম, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সাখাওয়াত আলী শওকত আলীসহ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য