আজ সোমবার, ২৮শে পৌষ ১৪৩২, ১২ই জানুয়ারী ২০২৬

নামো রাজারামপুর নামোপাড়া ঈদগাহের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নামো রাজারামপুর নামোপাড়া ঈদগাহের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে ঈদগাহ্ চত্বরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দিন মন্ডল। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী  মোঃ মোহায়েদুল ইসলাম, কোর্ট জামে মসজিদের পেস ইমাম হোসেন আলী, সমাজ সেবক আবু বাক্কার, ঠিকাদার শাহীন আক্তার, সমাজ সেবক মোঃ ইউসুফ আলী বাবু প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে  নামোপাড়া ঈদগাহের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দিন মন্ডল। প্রধান অতিথি ঈদগাহের পাশে নামোপাড়া গোরস্থানের চারিদিকে রাস্তা করে দেওয়ার আশ্বাস দেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ