আজ সোমবার, ২৮শে পৌষ ১৪৩২, ১২ই জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চলমান আছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। শুক্রবার বেলা ১১ টায় শহরের পুরাতন বাজার সহ আশেপাশের এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। জেলা প্রশাসনের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা ও মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে আনসার ব্যাটালিয়নের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান চলাকালিন সময় সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক না পরায় দায়ে দোকানদার, ক্রেতা পাবলিক সহকারে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। অপর দিকে মংচিংনু মারমা অভিযান চলাকালিন সময় সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক না পরায় দায়ে পাবলিককে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। ১৬টি মামলায় ৮ হাজার ৯০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ