করোনা টেষ্টের জন্য আরটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি যুবলীগের
- ২৩শে জুলাই ২০২০ দুপুর ০১:১৭:৪২
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস (কোভিড ১৯) পরীক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে আরটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মানববন্ধন করে এ দাবি জানান।
জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত থেকে ল্যাব স্থাপনের জন্য আবেদন জানান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুব লীগের সভাপতি আসাফুদৌলা, সাধারণ সম্পাদক লেলিন পরামানিক, যুবলীগ নেতা আর এম রশিদসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য