একরামুল ও শরীফকে আর্থিক সহায়তা ও ভ্যান প্রদান করল জেলা প্রশাসন
- ২১শে জুলাই ২০২০ রাত ০৯:৪৫:১৩
 - চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২ জনকে দুটি ভ্যান ও নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এই সহায়তা প্রদান করা হয়। সহায়তাপ্রাপ্তরা হলেন- জেলার সদর উপজেলার চামাগ্রামের মো. একরামুল ইসলাম ও গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের মো. শরীফ।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এ সময় তিনি বলেন- ছোট ছোট উদ্যোগ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। এই দরিদ্র ব্যক্তিদ্বয় এই ভ্যানগাড়িতে করে সবজি বিক্রির মাধ্যমে আয় করে প্রাপ্ত টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা করে স্বাবলম্বী হবে। আমি উপকারভোগীদের সাফল্য কামনা করছি।
এ-সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান, অতিরিক্সত জেলা প্রশাসক (রাজস্ব)  দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট জাকিউল ইসলামসহ অন্য  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য