আজ সোমবার, ৩রা ভাদ্র ১৪৩২, ১৮ই আগস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে আরো ১৪ জনের করোনা পজিটিভ

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে আরো ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসে এই প্রতিবেদন এসেছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, মোট ৫৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাদের মধ্যে ১৪ জন করোনা পজিটিভ। অর্থাৎ করোনাভাইরাসে আক্রান্ত। এই ১৪ জনের মধ্যে জেলা সদরের ইসলামপুর, আজাইপুর ও চরঅনুপনগর এলাকার বিভিন্ন বয়সের ১ মহিলাসহ ৪ জন এবং শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌর এলাকা, মনাকষা, ধাইনগর, ছত্রাজিতপুর ফুলতলা এলাকার ১০ জন রয়েছেন।

এই ১০ জনের মধ্যে ২ জন মহিলা রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ