আজ সোমবার, ২৯শে পৌষ ১৪৩২, ১২ই জানুয়ারী ২০২৬

খেটে খাওয়া ও নিম্নবিত্ত আয়ের মানুষদের নগদ টাকা ও চাল ডাল দিলেন কৃষকলীগ নেতা রুহুল আমিন

মেহেদি হাসান

খেটে খাওয়া ও নিম্নবিত্ত আয়ের মানুষদের নগদ টাকা ও চাল ডাল দিয়ে সহযোগিতা করছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সভাপতি নেতা মো. রুহুল আমিন ।

শনিবার সকালে  চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া, বালিগ্রাম, রামকৃষ্টপুর, শংকরবাটি ,বটতলাহাট, তেতুলতলা এলাকায় তিনি এ নগদ অর্থ বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের  ডালিম আহমেদ, বিশাল, ইমরান খান, নাজির আলী, রোমান আলী প্রমুখ। 

সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ রুহুল আমিন জানান, করোনার প্রভাবে ও নিজেকে বাঁচার সুবিধার্থে বাসায় অবস্থান করার কারণে সমাজের নিম্নবিত্ত যারা দৈনন্দিন খেটে খাওয়া মানুষ কাজ করতে পারছে না তাদেরকে  নগদ টাকা ও চাল ডাল তুলে দিতে পেরে নিজেকে ভালো লাগছে। তিনি নিজ নিজ এলাকার বিত্তবানদের এভাবে নিম্নবিত্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ