নাচোলে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
- ১৭ই আগস্ট ২০২০ সন্ধ্যা ০৬:১৮:৪৯
 - নাচোল
 
																				News Desk
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পূর্ব নেজামপুর গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নেজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ জানান, পূর্ব নেজামপুর গ্রামের কেতাবুল আলমের সাড়ে ৩বছরের শিশু সন্তান মোহাম্মদ আলী তার মায়ের সাথে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে মোহাম্মদ আলী হঠাৎ চিৎকার করে উঠে। শিশুটির ডান হাতের আঙুলে রক্তপাত দেখে সাপের দংশন সন্দেহ করে রাতেই শিশুকে স্থানীয় কবিরাজের নিকট ঝাড়ফুঁক করান স্বজনরা। কিন্তু শিশুর অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
পরে সকাল বেলা বিছানা উঠাতে গিয়ে বিছনার সাপটি দেখতে পেয়ে সাপটিকে মেরে ফেলে স্বজনরা।
								
							
									
									
										
										
										
										
										
										
								
								
								
								
								
								
								
								
০ টি মন্তব্য