আজ শুক্রবার, ৩১শে শ্রাবণ ১৪৩২, ১৫ই আগস্ট ২০২৫

গোমস্তাপুরের জিনারপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে বুলবুল (৩০) নামে একজন  নিহত হয়েছে। এসময় আরিফ (৩২) নামে আরও একজন আহত হয়েছেন।  শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার আড্ডা-সরাইগাছি সড়কের জিনারপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট বালুচর গ্ৰামের মোহাম্মদ আলীর ছেলে ।  আহত ব্যক্তি একই উপজেলার কানসাট হাজারবিহী ভোলাভারী গ্ৰামের আব্দুর রশিদের ছেলে।  

গোমস্তাপুর ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৮টার দিকে আড্ডা-সরাইগাছি সড়কের জিনারপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে  মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যায় আর আরোহী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক অমিত শাহ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ