আজ বুধবার, ৩০শে পৌষ ১৪৩২, ১৪ই জানুয়ারী ২০২৬

গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেদি হাসান

গোমস্তাপুরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে আরাফাত আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি ভোলাহাট উপজেলার চকধরমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে মৃত্যুর এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আরাফাত মায়ের সাথে নানার বাড়ি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামে বেড়াতে আসে। দুপুর প্রায় ২টার দিকে নানার বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরে তার ভাসমান লাশ দেখতে পাওয়া যায়।

পরে তার মরদেহ উদ্ধার করে তার পিতার বাড়ি ভোলাহাট উপজেলার চকধরমপুর গ্রামে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ