
মেহেদি হাসান
নবাবগঞ্জ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে "ব্যবসায় শিক্ষার মানোন্নয়ন" বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ( ২ ডিসেম্বর ) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ওমর ফারুক, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, আ. কাদের, প্রভাষক, শাহ নেয়ামতুল্লাহ কলেজ, আ. মুকিম, সহকারী অধ্যাপক, শাহবাজপুর ডিগ্রী কলেজ, বজলুল করিম, প্রভাষক, শিবগঞ্জ কলেজ, মো. আলমগীর, সহ-অধ্যাপক, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজ, আনজিরা খাতুন, সহ. অধ্যাপক, হিসাববিজ্ঞান, কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও মতবিনিময় সভার আহ্বায়ক বদরুদ্দোজা আবদুর রউফ।
সভায় বক্তারা ব্যবসায় শিক্ষা বিভাগের দৈন্যদশা তুলে ধরে তা থেকে উত্তরণ ও মানোন্নয়নের জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
স্কুল সমুহে বুক কিপিং খোলা, কো কারিকুলার একটিভি বাড়ানো, কারিগরী শিক্ষা- কম্পিউটার প্রশিক্ষণ দেয়া, হিসাববিজ্ঞান ভীতি দূর করার কৌশল নেওয়া, হিসাববিজ্ঞান ফ্রি প্রাইভেট পড়ানো, এওয়ারনেস বিল্ড করা, সিলেবাস সম্পর্কে বোর্ড, মাউশির সাথে যোগাযোগ করা, ব্যবসায় শিক্ষার উন্নয়ন জেলা ও উপজেলা কমিটি গঠন, চাকরী মেলার আয়োজন, ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ।