চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র ১০ম প্রতিষ্ঠবার্ষিকী পালিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ৫৯ বিজিবি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২০১৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়। এ উপলক্ষে গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলাস্থ ব্যাটালিয়ন সদর দপ্তরে আগত অতিথিদের শুভেচ্ছা জানানো হয় । পরে দুপুর দেড়টায় ব্যাটালিয়নের সদর দপ্তরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল । দিবসটি উপলক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় তিনি ব্যাটালিয়নের বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের সাফল্য তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম কিবরিয়া। পরে পারচোকার কৃষক বাবলু হককে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ, ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত্ ামারুফ আফজাল রাজন, সিভিল সার্জন ডাঃ এ, কে,এম, শাহাব উদ্দীনসহ অন্যান্য দপ্তরের প্রধান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।