সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারের করোনা পজিটিভ

মেহেদি হাসান

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকারের করোনা পজিটিভ হয়েছে। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী  এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯’জুলাই সংগৃহীত নমূনার ফলাফলে নতুন ৩৯ জন শনাক্ত হন। এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়,সদর ইউএনও কয়েকদিন থেকেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি ভাল আছেন ও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।